প্রিয়াংকা চোপড়া যে সুখবর দিলেন
বলিউড স্টার প্রিয়াংকা চোপড়া। তবে তিনি এখন বলিউড কম, হলিউডের স্টার বললে বেশি মানায়। কারণ বলিপাড়ায় সফলতার ঝাণ্ডা উড়িয়ে এখন পুরোদমে কাজ করছেন হলিউডে। সেখানে কিছু দিন আগেই মুক্তি পায় তার সিরিজ সিটাডেল। তবে এবার জানা গেছে নতুন কোনো ছবিতে কাজ করবেন তিনি। শনিবার নিজের ইনস্টাগ্রামের পেজে নতুন ছবি সম্পর্কে জানিয়েছেন দেশিগার্লখ্যাত এ নায়িকা। জানালেন […]