ছবির প্রচারের জন্য বদলে গেল প্রেক্ষাগৃহের নাম
তারকাবহুল ছবি ‘আরআরআর’ এর প্রচারণার জন্য ভারতের জনপ্রিয় প্রেক্ষাগৃহ পিভিআরের নামই বদলে গেছে। পিভিআর (PVR) তাদের লোগোও পাল্টে ফেলেছে। নতুন নাম পিভিআরআরআর (PVRRR)। ছবিটি পরিচালনা করেছেন ‘বাহুবলী’ খ্যাত দক্ষিণী পরিচালক এস এস রাজামৌলি। ভারত জুড়ে পিভিআরের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। ভারতের ৭০টি শহরে প্রেক্ষাগৃহ সংস্থা PVR কে ডাকা হবে PVRRR নামেই। ছবির নির্মাতাদের পক্ষ […]