সালথা বল্লভদী ইউনিয়নে অষ্টকালী মহানাম অনুষ্ঠিত
শাহজালাল মোল্লা নগরকান্দা প্রতিনিধি:ফরিদপুর সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের কামাইদিয়া গ্রামে ২২ শে নভেম্বর রোজ মঙ্গলবার সার্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে ,শ্রীমদ্ভগবত পাঠ ২৪ প্রহর ব্যাপী মহানাম ও অষ্ঠকালীন লীলা কীর্তনের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়। আমি হতে আমার নাম বড় ,আমার নাম হতে আমার ভক্ত বড়।রমেন বিশ্বাসের অষ্ঠকালীন লীলা কীর্তনের তত্ত্বালোচনায় সন্ধ্যায় দূর দূরান্ত […]