মাগুরার মহম্মদপুরে বিভিন্ন জাতের ফলবাগান করে সফলতা অর্জন করেছে এক যুবক
মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের রুই ফলোশিয়া গ্রামের তরুন উদ্যোগতা তন্ময় কুুমার বিভিন্ন জাতের ফলবাগান করে সফলতা অর্জন করেছে।তরুন এই অনার্স পড়ুয়া ছাত্র প্রায় ১০ বিঘা জমিতে গড়ে তুলেছে মিশ্র ফল বাগান। তন্ময় কুমার ঐ গ্রামের লক্ষণ কুমারের ছেলে। বাগান করার বিষয়ে সে জানায়, আমি কৃষক পরিবারের সন্তান। ছোটবেলা থেকেয়ই কৃষি কাজ দেখে দেখে […]