প্রসূন আজাদ মা হতে চলেছেন
গত বছর ১২ মে লকডাউনের মাঝেই আংটি বদল হয়েছিল লাক্স তারকা প্রসূন আজাদের। পাত্র দীর্ঘদিনের বন্ধু ফারহান গাফফার। এরপর ৩০ জুলাই তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। শোবিজকে বিদায় জানিয়ে প্রসূন এখন পুরোদস্তুর সংসারী মানুষ। এর মধ্যে জানালেন সুখবর, মা হতে চলেছেন তিনি। ঢাকার মনোয়ারা হাসপাতালে করান নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা।প্রসূন বলেন, ‘জীবনের সবচেয়ে আনন্দঘন সময় কাটাচ্ছি। আমার […]