আমি ফার্স্ট ক্লাস, চাকরি দেবেন
লন্ডনের ব্যাস্ত পাতাল ট্রেনস্টেশনের বাইরে একটি বোর্ড টানিয়ে বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট হাতে দাঁড়িয়ে আছেন এক যুবক। ২৪ বছর বয়সি যুবক হায়দার মালিকের হাতে ব্যাঙ্কিং ও ফিনান্সের ফার্স্ট ক্লাস ডিগ্রির সার্টিফিকেট। খবর ইয়াহু নিউজের। ‘প্রথম শ্রেণির ডিগ্রি আছে আমার’— বোর্ডে এই বার্তা নিয়েই স্টেশনের বাইরে দাঁড়িয়ে থাকেন হায়দার। নিজে থেকেই এগিয়ে গিয়ে কথা বলতে শুরু করেন ব্যস্ত […]