ফুলবাড়িয়া মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর এখন থানা পুলিশের টাকার গাছ
প্রকাশ্যে মাদক নেই। আছে ওপেনসিক্রেট। মাদক কাহিনী। মাদকের বিস্তার কোথায় নেই? হয়তো আছে সর্বত্রই। যেমন ভবানীপুরে,আছে কান্দানীয়ায়। কিন্তু মাদক বিক্রেতা ধরপাকড়ের কথা কেউ জানেনা। বলতেও পারেন-নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলো যা বলেন, তা ভয়ংকর বিস্ময়কর। অভিযোগ মাদক বিক্রেতা না হয়েও যেখানে নিরীহ লোকজন ধরা পড়েছে, পকেট থেকে উদ্ধার করা হয়েছে মাদক। বাড়ি ঘরে তল্লাসির […]