উলিপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্ট ২০২১ সমাপনী ও পুরস্কার বিতরন।
মোত্তাহিদ ইসলাম মারজান, উলিপুর উপজেলা প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ টুর্নামেন্ট (অনুর্ধ ১৭) আজ ১জুন ফাইনাল অনুষ্ঠিত হয় অদ্য বিকাল ৪ ঘটিকায় বজরা ইউনিয়ন একাদশ অপরপক্ষে ধামশ্রেনি ইউনিয়ন একাদশ ড্র হয়ে ট্রাইবেকারের মাধ্যমে ধামশ্রেনি একাদশ কে হারিয়ে বজরা একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন শেখ রাসেল মিনি স্টেডিয়াম উলিপুর,কুড়িগ্রামে। খেলাটি আয়োজন করেছেন […]