আনছে স্যামসাং বছরের নতুন ‘মোবাইল চিপসেট’
নতুন বছরের শুরুতেই স্মার্টফোনের জন্য নতুন চিপসেট উন্মোচন করতে যাচ্ছে স্যামসাং। অনুমান সঠিক হলে আসন্ন নতুন ফ্ল্যাগশিপ ফোন চলবে ওই চিপে। নতুন এই ‘এক্সিনোস ২২০০’ জিপিইউ এএমডি’র ‘আরডিএনএ ২’ গ্রাফিক্স আর্কিটেকচার নির্ভর হবে। ওই একই গ্রাফিক্স প্রযুক্তির উপর নির্ভর করে চলে হালের এক্সব্ক্স সিরিজ এক্স এবং প্লেস্টেশন ৫-এর মতো গেইমিং কনসোল। ‘আরএক্স ৬০০০’-সিরিজ গ্রাফিক্স কার্ডেও […]