মণিরামপুরে ভবদহের পানিবন্দি এলাকায় টিউবয়েল থেকে পানি আনতে গিয়ে গৃহবধুর মৃত্যু
নূরুল হক, মণিরামপুরঃ মণিরামপুরে ভবদহের পানিবন্দি এলাকায় স্বরসতী রায় (২৩) নামের এক গৃহবধু মঙ্গলবার টিউবয়েল থেকে পানি আনতে গিয়ে নিজবাড়ির উঠানে পা পিছলে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে। নিহত স্বরসতী স্থায়ী জলবদ্ধতার শিকার হরিদাসকাটি ইউনিয়নের পাঁচকাটিয়া গ্রামের কৃষক পলাশ রায়ের স্ত্রী। তার অকাল মৃত্যুতে জলাবদ্ধ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পলাশের বউদি আমাবতি রায় (৫৫) জানান, […]