আগুনে পুড়লো ১২ মণ হাঙর বরগুনায়
বরগুনার পাথরঘাটার শুটকি পল্লী থেকে ১২ মণ হাঙর জব্দ করেছে কোস্টগার্ড। এসময় দুই জেলেকে আটক করার পাশাপাশি হাঙরগুলো পুড়িয়ে দেয় তারা। গতকাল শনিবার (১ জানুয়ারি) দুপুরে পাথরঘাটার লঞ্চঘাট ও ভাড়ানির খাল এলাকা থেকে এসব হাঙর জব্দ করা হয়। কোস্টগার্ড জানায়, বেশ কয়েকদিন ধরে হাঙর শিকার করে আসছে পাথরঘাটার কিছু অসাধু জেলে। এরপর থেকে নজরদারি বাড়ায় […]