ঝিনাইদহের কোটচাঁদপুর হালদার সম্প্রদায় মানববন্ধন করেছেন বাওড়ের তীরেই
কোটচাঁদপুর( ঝিনাইদহ) প্রতিনিধি : বাওড় ফিরে পেতে বাওড় তীরেই মানব বন্ধন করেছেন কোটচাঁদপুরের জয়দিয়া হালদার পাড়ার বাসিন্দারা সোমবার ৮ই মে সকালে এ মানববন্ধন করেন তারা বিভিন্ন সুএে জানা যায়, বিশ্ববাংকের অর্থায়নে মৎস্য অধিদপ্তর,ভুমি মন্ত্রণালয়ের সঙ্গে চুক্তির মাধ্যমে বাওড় মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় চাষ শুরু করেন। গেল ১৩ এপ্রিল সেই চুক্তির মেয়াদ শেষ হয়েছে। এ অবস্থায় […]