মহামারি ও দুর্যোগ থেকে বাঁচার আমল
মহামারি দুর্যোগ আল্লাহর পক্ষ থেকে মুমিনের জন্য পরীক্ষা। এ সময়ে মুমিনদের সবর বা ধৈর্য ধারণ করতে হবে। সবর বা ধৈর্য একটি মহান গুণ। এই গুণটি ছাড়া মানুষ দুনিয়া-আখিরাতে সফলতা লাভ করতে পারে না। যে ব্যক্তি নিজের প্রবৃত্তিকে কাবুর মধ্যে রাখতে পারে তার জন্য রয়েছে বিশাল সুসংবাদ। কুরআনে কারিমে ইরশাদ হয়েছে, ‘হে ইমানদাররা! ধৈর্য ধারণ কর […]