সুন্দরবনে ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতিতে বাঘশুমারি শুরু
সুন্দরবনের ৬৬৫টি পয়েন্টে বসানো হচ্ছে দুইটি করে ক্যামেরা। যা ধারণ করবে বনের ভেতরে থাকা বাঘের ছবি। ক্যামেরাগুলোত থাকবে ৪০ দিন। বছরের প্রথম দিন থেকেই শুরু হয়েছে, ক্যামেরা ট্রাপিং পদ্ধতিতে বাঘশুমারি। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার সুন্দরবন পশ্চিম বন বিভাগের কালাবগি ফরেস্ট অফিস এলাকায় ক্যামেরা ট্র্যাপিংয়ের মাধ্যমে এ শুমারির উদ্বোধন করেন। তিনি […]