দূষিত বাতাস বিশুদ্ধ করবে হেলমেট
এবার সুখবর এলো বাইক চালকদের জন্য। দিল্লিভিত্তিক একটি স্টার্টআপ প্রতিষ্ঠান সংস্থা সিলোজ টেকনোল্যাব বিশেষ এ হেলমেট উদ্ভাবন করেছে। এর মাধ্যমেই বাইক চালকরা বিশুদ্ধ বাতাস পাবেন। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলছেন, লাখ লাখ বাইক চালককে দীর্ঘক্ষণ ধরে গাড়ি চালানোর সময় দূষিত বাতাসের সম্মুখীন হতে হয়। প্রধানত যানবাহন থেকে নির্গত দূষিত বাতাসে তাদের নানারকম সমস্যা দেখা দেয়। ক্রমবর্ধমান […]