গওহর খান জানান, বেশি সুন্দর হওয়ায় বাদ পড়েছি
বলিউড অভিনেত্রী গওহর খান। ‘ইশাকজাদে’, ‘রকেট সিং: সেলসম্যান অব দ্য ইয়ার’সহ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। তবে ‘বিগ বস’ রিয়েলিটি শোয়ের সপ্তম আসরে বিজয়ী হয়ে বেশি আলোচিত হয়েছেন তিনি। সম্প্রতি গওহর জানান, ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত অস্কার জয়ী ‘স্লামডগ মিলিয়নিয়ার’ সিনেমায় অডিশন দিয়েছিলেন তিনি। এর পাঁচটি পর্ব পারও করেন। কিন্তু চরিত্রটির জন্য বেশি সুন্দর হওয়ায় বাদ পড়েছিলেন। […]