নিওকোভে প্রতি ৩ জনে একজনের মৃত্যুর আশঙ্কা
ওমিক্রনের পর করোনার আরও ভয়ংকর ধরন হিসেবে হানা দিতে পারে নিওকোভ। আর এ ভাইরাসে সংক্রমিত প্রতি তিনজনে একজনের মৃত্যু হতে পারে। এমনটাই আশঙ্কা প্রকাশ করেছেন চীনের বিজ্ঞানীরা। উহানে এক গবেষণায় এ রূপের সন্ধান মিলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, দক্ষিণ আফ্রিকার বাদুড়ের মধ্যে নিওকোভ ভাইরাসটি পাওয়া গেছে। তবে মানুষের জন্য এটি কতটা ক্ষতিকর তা নিয়ে আরও […]