অভিনেতা রাম পোতিনেনি স্কুল জীবনের বান্ধবীকে বিয়ে করছেন
তেলেগু সিনেমার অভিনেতা রাম পোতিনেনি। ২০০৬ সালে ‘দেবদাসু’ সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটে। অভিষেক এই চলচ্চিত্রের জন্য ফিল্ম ফেয়ার পুরস্কার জিতে নেন তিনি। তারপর ‘রেডি’, ‘ইস্মাট শংকর’, ‘রেড’-এর মতো সিনেমা উপহার দেন। ব্যক্তিগত জীবনে এখনো অবিবাহিত ৩৪ বছর বয়েসী রাম। জানা গেছে, কয়েক বছর ধরে স্কুল জীবনের বান্ধবীর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন এই নায়ক। […]