দলের পারফরম্যান্সে বিরক্ত বার্সেলোনা কোচ
ইউরোপা লিগ থেকে ছিটকে যাওয়ার পর এবার লা লিগায়ও ছন্দপতন। লিগে উড়তে থাকা বার্সেলোনা হোঁচট খেল নিচু সারির দল আলমেরিয়ার কাছে হেরে। দলের এমন পরাজয় মেনে নিতে পারছেন না শাভি এর্নান্দেস। বার্সেলোনা কোচের মতে, গুরুত্বপূর্ণ সময়ে মৌসুমের সবচেয়ে জঘন্য ম্যাচটি খেলেছে তার দল। লা লিগার ম্যাচে রবিবার (২৬ ফেব্রুয়ারি) আলমেরিয়ার মাঠে ১-০ গোলে হেরে যায় […]