বিশাল পৃথিবীর বায়ুমন্ডল কত বড়?
‘বিশাল এক বায়ুসমুদ্রের তলদেশে আমরা ডুবে আছি।’ কথাটি বলেন ব্যারোমিটারের উদ্ভাবক বিজ্ঞানী টরিসেলি। আসলেই তাই। সেই সমুদ্রের তলদেশে আমরা মানুষ বাস করছি পিঁপড়ার মতো। আর আমাদের নিয়ে মহাকাশে ভেসে বেড়াচ্ছে পৃথিবী (আর্থ) নামক গ্রহটি। আর পৃথিবীর চারপাশ ঘিরে আছে বায়ুমন্ডল। যার চার ভাগের তিন ভাগই আছে ভূপৃষ্ঠ থেকে মাত্র ১১ কিলোমিটারের মধ্যে। আরও দূরে যেতে […]