মণিরামপুরের কপালিয়া বাজারে সরকারি জমি দখলের পর পজিশন বিক্রি করছেন প্রভাবশালীরা
নূরুল হক, মণিরামপুর প্রতিনিধিঃ স্বাধীনতার পর থেকে মণিরামপুর উপজেলার ভবদহপাড়ের কপালিয়া বাজারে সরকারি আড়াই একর জমি দখলের পর অধ্যাবধি পর্যন্ত দেড় শতাধীক দোকান নির্মান করা হয়েছে। অভিযোগ রয়েছে এলাকার প্রভাবশালীরা অধিকাংশ জমি দখলের পর সেখানে দোকান-পাট নির্মান করেই ক্ষ্যান্ত হয়নি। তারা এখন দখলকৃত জমির পজিশন বিক্রি করছেন। কোটি কোটি টাকার সরকারি সম্পত্তি রক্ষার জন্য এলাকাবাসী […]