বিচ্ছেদের গুঞ্জন শিল্পা উড়িয়ে দিলেন!
বলিউড অভিনেত্রী শিল্পা শেঠী রাজ কুন্দ্রার কাছ থেকে আলাদা হয়ে যাবেন। পর্নোকাণ্ডে রাজের নাম জড়ানোর পর থেকে এমনই গুঞ্জনে মুখর ছিল বলিউড। এবার সব জল্পনার অবসান ঘটালেন শিল্পা স্বয়ং। ১২তম বিবাহবার্ষিকীতে অভিনেত্রীর খোলা চিঠি স্বামীকে। শিল্পা লিখলেন— এই দিনে, এই মুহূর্তে আজ থেকে ১২ বছর আগে আমরা একে অপরকে একটি কথা দিয়েছিলাম— ভালো সময়ে সঙ্গে […]