বিত্তবান-সেলিব্রিটিরা রেডিমেড বাচ্চা চায়: তসলিমা নাসরিন
পৃথিবীজুড়ে সেলিব্রিটি আর বিত্তবানরা সারোগেসির মাধ্যমে সন্তান নিচ্ছেন। তবে এ সংখ্যা বোধহয় বলিউডে একটু বেশিই। শাহরুখ খান, আমির খানরাও আছেন এ তালিকায়। সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়াও সারোগেসির মাধ্যমে সন্তান নিয়েছেন। সারোগেট বেবি নেওয়ার এমন ঘটনায় নিজের মত প্রকাশ করেছেন লেখিকা তসলিমা নাসরিন। তিনি সারোগেসিকে আখ্যায়িত করেছে ‘শোষণের প্রতীক’ হিসেবে। ফেসবুকে তার দেওয়া পোস্টটি হুবহু তুলে ধরা […]