বাঘায় নোটিস ছাড়াই বিদ্যুৎ এর মিটার খুলে নেয়ার অভিযোগ
রাজশাহীর বাঘায় শত অনুরোধের পরও পল্লী বিদু্ৎ এর লাইনম্যান ঘরে লাগানো মিটার ঘুলে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার আড়ানী পৌরসভার গৌচর গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার ( ৯ এপ্রিল) দুপুরে এই মিটার ঘুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন মিটারের মালিক আবদুল জলিল। এ ঘটনায় পবিত্র রমজান মাসে অসহনীয় গরমে বেকায়দায় পড়েছে ভুক্তভোগী ওই […]