ব্রাদাহুডের এমপি মিসরের কারাগারে বিনা চিকিৎসায় মারা গেলেন
মিসরের কুখ্যাত আল-আকরাব হাই সিকিউরিটি কারাগারে হামদি হাসান নামে মুসলিম ব্রাদাহুডের সাবেক এমপি মারা গেছেন। মানবাধিকার সংস্থাগুলোর দাবি, কারাগারে বিনা চিকিৎসায় মারা গেছেন ব্রাদাহুডের সাবেক এই এমপি। খবর আরব নিউজের। সাবেক এমপি হামদি হাসান গত বৃহস্পতিবার কুখ্যাত আল-আকরাব কারাগারে মারা যান। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এমপির পরিবার তার মৃত্যুর খবর জানিয়েছেন। কী কারণে কারাগারে তার মৃত্যু […]