পেশা হিসেবে নয়, মিডিয়াকে নেশা হিসেবেই নিয়েছি- শবনম শাহীন
এম এস শবনম শাহীন নেত্রকোনার ছেলে। ছায়াছবির জনপ্রিয় গান নিয়ে চিত্রালী,চিত্রগীতি, তারকা মঞ্চ, চিত্রসুর,সিনেগান অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে মিডিয়া জগতে পা রাখেন। ছোটবেলা থেকেই সংস্কৃতির প্রতি খুব ঝুক ছিল তার, প্রচুর সিনেমা নাটক দেখতেন। বিশেষ করে অকাল প্রয়াত নায়ক সালমান শাহ এর ভক্ত তিনি। শোভিজ জগতে কোন একদিন কাজ করবেন এরকম ইচ্ছেও মনের মধ্যে লালন করতেন। […]