এটা ঠিক আমি ফোঁড়া বা বিষফোঁড়াও না, আমি হচ্ছি ক্যানসার: বিদিশা
হুসেইন মুহম্মদ এরশাদ এবং বিদিশার সন্তান এরিক এরশাদের জন্ম পরিচয় নিয়ে একদিকে জাতীয় পার্টির একাংশের মধ্যে চলছে আলোচনা সমালোচনা। অন্যদিকে, এরিক এরশাদের চাচা, জাপার বর্তমান চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, এরিক মানসিক প্রতিবন্ধী। এরকম একটি স্পর্শকাতর বিষয়ে মা হিসেবে বিদিশা বলেন, ‘জিএম কাদেরের বয়স তো ৮০ বছর, আমি মনে করি ওনার বুদ্ধি লোপ পেয়েছে। সবাই জানেন, […]