চীনের মহাপ্রাচীরের ৬টি বিস্ময়
চীনের মহাপ্রাচীর। মানুষের হাতে তৈরি পৃথিবীর সবচেয়ে বড় স্থাপত্যশিল্প। পৃথিবীর সপ্তাশ্চার্যগুলোর একটি। দীর্ঘতম এই প্রাচীরটি দৈর্ঘ্যে প্রায় ৮৮৫১.৮ কিলোমিটার। কথিত আছে, এর উপর দিয়ে একসঙ্গে ১২ জোড়া ঘোড়া চলতে পারত। এটি চীনের সাংহাই পাসে শুরু হয়ে শেষ হয় লোপনুরে। খ্রিষ্টপূর্ব ১৩৭৩ সালে সিমাটাই অঞ্চলে এর মূল অংশের নির্মাণকাজ শুরু হয়েছিল। চীনের প্রথম সম্রাট কিন […]