বাড়তি ওজন কমাতে ‘বুলেটপ্রুফ কফি’
বুলেটপ্রুফ কফি আবার কী? কোনো যুদ্ধ বা গুলি বিনিময়ের ঘটনা নয়। যারা বাড়তি ওজন নিয়ে চিন্তায় থাকেন, তাদের জন্য আদর্শ ‘বুলেটপ্রুফ কফি’। বিশেষজ্ঞদের মতে এই কফি ওজন কমানো থেকে শুরু করে কর্মক্ষমতা বাড়াতে পান করতে পারেন। জেনে নিন কীভাবে তৈরি করবেন এই বুলেটপ্রুফ কফি: যা লাগবে… কফি গুঁড়া এক চা চামচ, কফিমেট ৩ চা চামচ, […]