বেনাপোল সীমান্ত থেকে ৭৫ প্যাকেট বাজি সহ আটক ২
নাসিম আক্তার, বেনাপোল প্রতিনিধিঃ যশোরের বেনাপোল সীমান্ত এলাকা বেনাপোল পোর্ট থানাধীন গয়ড়া গ্রামস্থ জনৈক ছিদ্দিক মোয়াজ্জেম এর মুদি দোকানের সামনে ইটের রাস্তার উপর হতে সর্বমোট ৭৫ (পচাত্তর) প্যাকেট দিদির স্পেশাল গিটে বাজি সহ— ( ২২মে)ইং তারিখ সময় ১৩.৩০ ঘটিকায় ২ জন আসামীকে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ। যশোর জেলার পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে মাদক […]