দিনাজপুরের বিরলে ব্যাপক ভুট্টার চাষাবাদ, কমে গেছে বোরো চীনা ধানের চাষ
দিনাজপুরের বিরলে ব্যাপক ভুট্টার চাষাবাদ, কমে গেছে বোরো চীনা ধানের চাষ দিনাজপুর জেলার বিরল উপজেলার সকল গ্রামের মধ্যে ব্যাপক চাষাবাদ করছে সে এলাকার কৃষকেরা। সরেজমিনে দেখা যায়,দিনাজপুর জেলার বিরল উপজেলার নিজামপুর,সুকদেবপুর,চকসীমানা সহ প্রায় গ্রামেই উপযুক্ত সময়ে কৃষকেরা ভুট্টা চাষ করে লাভবান হচ্ছেন। এ বিষয়ে অতুল রায় ও ধনপতি শীলের সাথে সাংবাদিকের কথা হলে তিনি […]