চুলায় আগুন নেই ব্যাচেলরদের
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, হাপিয়ে উঠছে মধ্যবিত্তরা। হতাশায় মাথায় হাত গরিবের। নুন আনতে পান্তা ফুরায় কৃষকের। মাঝেমধ্যে অনাহারে দিন কাটছে বেকার তরুণের, ম্যাচে থাকা শিক্ষার্থীদের চুলার আগুন জ্বলছে অনিয়মিত। হোটেল গুলোতে নিম্নমানের খাবারে চড়াদাম, অভিযোগ স্বল্প আয়ে বেসরকারি চাকরিজীবীদের। রোববারের সূর্য ঢলে পড়েছে পশ্চিম আকাশে। সারাদিনের ঘামঝড়া পরিশ্রমের ক্লান্তি কাটাতে নিজ রিকশায় বসে মুখে বাদশা বিড়ি নিয়ে […]