চিরকুটে আত্মহত্যার কারণ লিখে গেলেন ব্র্যাককর্মী
না ফেরার দেশে চলে গেলেন ব্র্যাককর্মী রনদীর তালুকদার (৩৪)। নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তবে মৃত্যুর আগে একটি চিরকুট লিখেছিলেন রনদীর। আর সেখানে তার মৃত্যুর কারণও জানিয়ে গেছেন। ওই চিরকুটে লেখা রয়েছে, ‘আমার মৃত্যুর জন্য ম্যানেজার দায়ী।’ তবে লেখাটি রনদীরের হাতের লেখা কী না তা খতিয়ে দেখছে পুলিশ। বৃহস্পতিবার […]