জলাবদ্ধতায় নাকাল আশাশুনির খাজরা ও বড়দলের সাত গ্রামের মানুষ, দেখার কেউ নাই
মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ জলাবদ্ধতা সাতক্ষীরাবাসির গা-সওয়া বিষয়। দিন আসে, দিন যায় বদলায় অনেক কিছু। শুধু বদলায় না জলাবদ্ধতার চিত্র। প্রতিবছর জলাবদ্ধতায় নাকাল হয় কয়েক লক্ষ মানুষ। সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার খাজরা ও বড়দল ইউনিয়নের ৭টি গ্রামের মানুষ ১৫দিন ধরে জলাবদ্ধতার কবলে পড়ে নাকানি-চুবানি খাচ্ছে। মৌসুমি বৃষ্টি, কপোতাক্ষ নদের জোয়ার আর মৎস্য […]