ঘর নেই; জীবিকার তাগিদে স্বামীকে নিয়ে ভিক্ষা করতে হচ্ছে নলডাঙ্গার করিমন্নেছা বেগমকে
ঘর নেই; জীবিকার তাগিদে স্বামীকে নিয়ে ভিক্ষা করতে হয় নলডাঙ্গার করিমন্নেছা বেগমকে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের এক দরিদ্র বৃদ্ধ দম্পতি কুদ্দুস আলী(৬৫) ও করিমন্নেছা বেগম(৬০) নামের দুজনই এখন জীবিকার তাগিদে ভিক্ষা করে বেড়াচ্ছেন নলডাঙ্গার রাস্তায় রাস্তায়। স্বজন হারা এই মানুষ দুটির নেই কোন থাকার জায়গা, তাইতো ভিক্ষা করে দিন শেষে রাত্রিটাও যাপন করতে হয় […]