জোলির বিরুদ্ধে অস্কারজয়ী পিটের মামলা
২০০৮ সালে দক্ষিণ-পূর্ব ফ্রান্সের করেনস গ্রামে শাতোঁ মিরাভাল নামের যৌথভাবে বিশাল ভূসম্পত্তি কিনেছিলেন হলিউডের সাবেক দম্পতি ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। এরমধ্যে আছে নয়নাভিরাম অট্টালিকা এবং ওয়াইন তৈরির আঙুর বাগান। স্বামীর সঙ্গে ছাড়াছাড়ির পর জোলি নিজের অংশীদারিত্ব বিক্রি করে দিয়েছেন। এ কারণে তার বিরুদ্ধে মামলা ঠুকেছেন পিট। গত বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এটি […]