দিনাজপুরে অনুপোযোগী চাউল বিক্রি করায় ৫০ হাজার টাকা জরিমানা!
দিনাজপুরের সুনাম ধন্য চাউল ব্যবসায়ি এ.কে.দাস এর চাউল খাওয়ার অনুপোযোগী চাউল পালিশ করে ক্রেতাদের মাঝে বিক্রি করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। দিনাজপুর সদর উপজেলা নির্বাহি অফিসার এ.এইচ.এম মাগফুরুল হাসান আব্বাসী ১৮ এপ্রিল রোববার করোনা প্রতিরোধে বিভিন্ন হাট-বাজারে পরিদর্শন করেন। এসময় রেল বাজার হাট সংলগ্ন মেসার্স আদর্শ চাউল ঘর এর মিলে জনগণের ব্যবহারের […]