ভ্যালেন্টাইনস ডে-তে সঙ্গীকে ভুলেও এই উপহারগুলি দেবেন না!
চলছে প্রেম সপ্তাহ। আর দিন কয়েক পরেই ভ্যালেন্টাইনস ডে। প্রেমিক প্রেমিকাদের ভালোবাসা উদযাপনের দিন। ভ্যালেন্টাইনস ডে-র আগে গোটা সপ্তাহ জুড়েই পালন হয় ভালোবাসার সঙ্গে যুক্ত এক একটি দিন। তার কোনওটা রোজ ডে, কোনওটা চকোলেট ডে আবার কোনওটা আবার টেডি ডে। এই প্রতিটা দিনেই ভালোবাসার মানুষের হাতে তুলে দিতে পারেন গোলাপ, চকোলেট বা টেডি বিয়ারের মতো […]