নাফিস ও তামিম ইকবাল ভ্রাতৃদ্বয়ের অন্যরকম স্বপ্নপূরণ
মা নুসরাত ইকবালের স্বপ্ন ছিল খান পরিবারের দুই ছেলে নাফিস ও তামিম ইকবাল একসঙ্গে জাতীয় দলে খেলবেন, ইনিংস উদ্বোধন করবেন। মায়ের সেই স্বপ্নের বীজ এক সময় রোপণ হয় পিঠাপিঠি দুই ভাইয়ের মনেও। একটা সময় চট্টগ্রামের ক্রিকেটপ্রেমীরাও একই স্বপ্ন দেখতে শুরু করেন। কিন্তু সবার সপ্ন অধরাই থেকে গেছে, যদিও পূরণ হয়েছে অন্যভাবে। ২২ গজে দুজনের জুটি […]