করোনায় সচল থাকবে মোংলা বন্দর, প্রস্তুত কর্তৃপক্ষঃ বন্দর চেয়ারম্যান
দেশের আমদানী রফতানি কার্যক্রম সচল রাখতে স্বাস্থ্যবিধি মেনে সরকার ঘোষিত লকডাউনের মধ্যেও মোংলা বন্দর কর্তৃপক্ষ বন্দরের অপারেশনাল কর্যক্রম সহ সকল কার্যক্রম চলমান রেখেছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম ঠিক রাখতে এবং দেশে উৎপাদিত পন্য ও কাঁচা মাল সরবরাহের জন্য ২৪ঘন্টা সচল মোংলা বন্দর। ১ম দফার এক সপ্তাহের লকডাউনের (৭এপ্রিল)সময় বন্দরেজাহাজভেড়ে২১টি। হ্যান্ডেলিং২৬০৫৭০ মেট্রিকটন, কন্টেনার হ্যান্ডেলিং হয়েছে ৩৭৩টিইইউজি […]