পূজা স্পেশাল নাড়ু
বছর ঘুরে আবারও চলে এলো দূর্গা পূজা। আর পূজা মানেই হরেক রকম মজাদার খাবার দাবার। তার মধ্যে অন্যতম নাড়ু। তাই আজকের আয়োজন পূজা স্পেশাল নারিকেল নাড়ু। নারিকেলের নাড়ু তৈরি করার জন্য দুইটি নারিকেল মিহি করে কুঁচি করে নিন। এরপর একটি পাত্রে সামান্য ঘি গরম করে কুড়ানো নারকেল, আধা কেজি চিনি এবং এক কাপ ঘন দুধ […]