শান্তিতে মদপানের জন্য ১৪ বছর ধরে বাড়িতে যান না ভদ্রলোক
শান্তিতে ধূমপান ও মদপানের জন্য ১৪ বছর ধরে বাড়িতে যান না এক চীনা ভদ্রলোক। নিজের আবাসস্থল হিসেবে তিনি বেছে নিয়েছেন রাজধানী বেইজিংয়ের আন্তর্জাতিক বিমানবন্দরকে। চীনা সংবাদমাধ্যম চীনা ডেইলিকে দেওয়া সাক্ষাৎকারে ওয়েই নামের ওই ব্যক্তি জানান, তার বয়স এখন প্রায় ৬০। বয়স যখন ৪০ ছিল তখন তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। এরপর থেকে তিনি চাকরির […]