মনিরামপুরে রেললাইনের দাবিতে মানববন্ধন
এস এম তাজাম্মুল, মনিরামপুরঃ ফেইসবুক পেজ “হ্নদয়ে মণিরামপুর” এর ডাকে সাড়া দিয়ে “মণিরমপুর প্রেসক্লাব” পরিবারের সত:স্ফুর্ত ও আন্তুরিক সহযোগীতায় বসুন্দিয়া-মনিরামপুর-কেশবপুর-সাতক্ষীরা রেললাইনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ(৩১জানুঃ) সকাল ১১ টায় মনিরামপুর বাজারের মেইন রোডে প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন শ্রেনীপেশার মানুষ। এ ব্যাপারে ফেসবুক পেজ “হ্নদয়ে মণিরামপুর” এর এডমিন জনাব শামসুর জামান এক […]