ঐতিহাসিক মহাস্থানগড় পরিচিতি
একটি দেশের পুরাকীর্তি সে দেশের অতীতকালের সাক্ষ্য বহন করে। দেশটি কত উন্নত ছিল, তার কৃষ্টি, সংস্কৃতি কত উৎকর্ষতা লাভ করেছিল সে সম্পর্কে সে দেশের পুরাকীর্তি যে ছবি তুলে ধরে তার ওপর ভিত্তি করে সে দেশের সভ্যতার মান নির্ণিত হয়। এমনি একটি পুরাকীর্তির পরিচয় বহন করে আমাদের দেশের বগুড়া জেলার মহাস্থানগড়। মহাস্থানগড় অবস্থানঃ বগুড়া জেলার ইতিহাস-প্রসিদ্ধ […]