মাংসে লবণ কম হয়েছে বলায় জামাইকে পিটালেন শ্বাশুড়ি!
মাংসে লবণ কম হয়েছে বলায় জামাইকে পিটালেন শ্বাশুড়ি! ওয়েব ডেস্ক |© বাংলা সাহিত্যে জামাই ষষ্ঠীর তেমন রমর’মা দেখা না গেলেও, অস্বীকার করার উপায় নেই, বাঙালির সংস্কৃতিতে জামাই ষষ্ঠী একটা রীতিমতো জম্পেশ ব্যাপার। মনে রাখতে হবে, সেলুলয়েডে বাঙালির বোল ফুটেছিল জামাই ষষ্ঠীরই কল্যাণে। ১৯৩১ সালে তোলা হয় বাংলার প্রথম সবাক কাহিনিচিত্র ‘জামাই ষষ্ঠী’। পরিচালক ছিলেন অমর’ […]