একঝাঁক মাছ শিকারী নেমেছেন বিলে হৈ হুল্লোড় করে
নরসিংদীর গ্রামে রোদ উঠলেও শীতের তীব্রতা এখনও পুরোপুরি কাটেনি। ঠাণ্ডা পানির ভয়কে জয় করে একঝাঁক মাছ শিকারী নেমেছেন বিলে হৈ হুল্লোড় করে। আর এমন দৃশ্য দেখতে মেতে ওঠেন নরসিংদীর রায়পুরা উপজেলার পলাশ ইউনিয়নের খলিলাবাদ গ্রামের মানুষ। সোমবার (৭ মার্চ) খলিলাবাদের বিলে দিনব্যাপী চলে এই পলো বাওয়া উৎসব। বিলের দুই পাড়জুড়ে তা দেখতে ভিড় করেন হাজারো […]