মাঠের ধান ঘরে তুলতে ব্যস্ত ডোমারের কৃষক
মোঃ তাহেরুল ইসলাম, ডোমার নীলফামারী প্রতিনিধি : বছরের প্রতিটি দিন কোন না কোন কাজেই ব্যস্ততা লেগে আছে প্রতিটি কৃষকের। দৈনন্দিত জীবনে কাজ আর কাজ। বর্তমানে চলছে আমন ধান ঘরে তোলার মৌসুম। আগাম রবিশস্য চাষ করতে ধান সংগ্রহে নীলফামারীর ডোমার উপজেলার কৃষক কৃষাণীদের বেড়েছে কর্ম ব্যস্ততা। উপজেলায় ফসলের মাঠে দুলছে সোনালী ধানে কৃষকের বুকভরা স্বপ্ন। কৃষক […]