অভয়নগরের মানবতার ডাক্তার রিজভী ফের করোনায় আক্রান্ত
অভয়নগরের প্রথম সারীর করোনা যোদ্ধা, করোনা রোধে মাঠে ময়দানে দিনরাত নিবেদিত অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহামুদুর রহমান রিজভী ফের করোনা আক্রান্ত হয়েছেন। রোববার ডা. মাহামুদুর রহমান রিজভী নিজেই এ প্রতিবেদককে তথ্য নিশ্চিত করেন। এর আগে গত বছর করোনার প্রথম দিকেই তিনি করোনা আক্রান্ত হন। করোনা ভাইরাসের সাথে সাহসিকতার সাথে যুদ্ধ করে […]