নওগাঁয় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ মঙ্গলবার (১৬আগষ্ট) দুপুর ৩টায় সুলতানপুর (উত্তর) সরকারি প্রাথমিক বিদ্যালয়, নওগাঁ সদর নওগাঁয় এন এস ফাউন্ডেশন ও মানবতায় সেবা সংস্থা নওগাঁর যৌথ আয়োজনে হতদরিদ্র গরীব শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ খাতা, কলম বিতরণ করা হয়। এসময় এন এস ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মানবতায় সেবা সংস্থা নওগাঁর সহ-সভাপতি মো.নাজমুল হক, মানবতায় সেবা সংস্থা […]