নওগাঁ জেলার ঠাকুর মান্দার মন্দির বা শ্রীশ্রী রঘুনাথ জিউ মন্দিরের না জানা কিছু রহস্য।
প্রতিবেদন টি করেছেন:নিরব কুমার দাস। নওগাঁ জেলার ঠাকুর মান্দা মন্দির বা শ্রীশ্রী রঘুনাথ জিউ মন্দির হলো বাংলাদেশের নওগাঁ জেলার মান্দা উপজেলায় ঠাকুর মান্দা গ্রামে অবস্থিত একটি রাম মন্দির। এই মন্দিরটি প্রায় তিনশো বছরের পুরনো। মন্দিরের পূর্বদিকে রয়েছে শিব নদী। মন্দিরের পুরোহিত এর কাছে থেকে জানা যায়,এক সময় মন্দিরের চারদিকে ছিল বিল। একদিন মান্দার বিলে স্নান […]